রাতে রাজধানীসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস
বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে চোটের দ্রুত উন্নতি হয়েছে এই পেসারের। যার কারণে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচেই তাসকিনকে পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই। সোমবার (২ জুন) বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
Opening Hours & Address
Hours
Sunday-Thuesday: 10:00 AM to 2:00 PM
Friday & Saturday: Off Day
Address
Tazumoddin, Bhola 8350
Opening Hours & Address
Phone:
+8801700-000000
Email:
fazilatunnesagovtgirls@gmail.com