আমাদের সম্পর্কে
বাংলাদেশের কুইনল্যান্ড খ্যাত ভোলা জেলার মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা তজুমদ্দি উপজেলার প্রাণকেন্দ্রে ১৯৫২ সালে মোঃ জাবের এর সফল প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ‘ফাজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’। ১৯৮৮ সালে তৎকালীন সরকার প্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ থাকাকালীন ‘ফাজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ কে ৮ ফেব্রুয়ারি তারিখে জাতীয়করণ করা হয়।
প্রতিষ্ঠা কালীন সময়ে বিদ্যালয়টি একটি টিনশেড স্থাপনা দিয়ে যাত্রা শুরু করে। কালের বিবর্তনে এবং যুগের সাথে তাল মিলিয়ে পর্যায়ক্রমে এখানে গড়ে উঠেছে সুদীর্ঘ তিনটি ভবন। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটিতে সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা সুশিক্ষা প্রদান করে আসা হচ্ছে। যার ফলে অত্র অঞ্চলের শিক্ষার্থীগণ দেশে-বিদেশে নানান খাতে তাদের অবদান রাখছে। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে একটি বৃহৎ মিলনায়তন, একটি বিজ্ঞান ল্যাব, একটি কম্পিউটার ল্যাব, সাতশো বই সমৃদ্ধ একটি পাঠাগার এবং বিশাল আয়তনের একটি খেলার মাঠ।
ভবন: বর্তমানে বিদ্যালয়টিতে দুটি সুদীর্ঘ ভবন রয়েছে যার মধ্যে একটি পাঁচ তলা বিশিষ্ট এবং একটি তিনতলা বিশিষ্ট। তাছাড়াও রয়েছে একতলা বিশিষ্ট বিশাল একটি মিলনায়তন এবং অন্য একটি একতলা বিশিষ্ট ভবনে রয়েছে লাইব্রেরী।


প্রধান শিক্ষকের কক্ষ এবং শিক্ষক মিলনায়তন: বিদ্যালয়টিতে রয়েছে একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এবং শীতাতপ নিয়ন্ত্রিত প্রধান শিক্ষকের কক্ষ। তার পাশে রয়েছে সুবিশাল কক্ষ নিয়ে গড়ে ওঠা শিক্ষক মিলনায়তন। যেখানে প্রত্যেক শিক্ষকের জন্য রয়েছে আলাদা আলাদা ডেস্ক।


কম্পিউটার ল্যাব: এখানে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। যেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীদের কে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন তথ্যপ্রযুক্তিগত জ্ঞান প্রদান করা হয়। উক্ত ল্যাবে রয়েছে বৃষ্টি অত্যাধুনিক ল্যাপটপ, একটি বিশাল মনিটর এবং প্রশিক্ষক শিক্ষকের জন্য রয়েছে একটি শক্তিশালী ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। তাছাড়া উক্ত ল্যাবটি শীতাতপ নিয়ন্ত্রিত।
বিজ্ঞান ল্যাব: এ ল্যাবে রয়েছে শিক্ষার্থীদের কে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম এবং সামগ্রী। যার মাধ্যমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের পড়াকে শুধু মুখস্ত না করে তারা বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করতে পারে।
লাইব্রেরী: সাত শতাধিক বই নিয়ে রয়েছে “এম পি শাওন পাঠাগার”। পাঠাগারটিতে রয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন লেখকদের বই। বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলা জেলাসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধ, শেখ রাসেল, প্রধানমন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের দলিল বিষয়ের দুশতাধিক বই রয়েছে পাঠাগারটিতে। পাঠাগারটি বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সরকারি ছুটি ছাড়া বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।


খেলার মাঠ: চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের রয়েছে দশ শতক দৈর্ঘ্য বিশিষ্ট একটি খেলার মাঠ। যেখানে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয় এর সাথে আন্তস্কুল ক্রিয়া টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে।


Opening Hours & Address
Hours
Sunday-Thuesday: 10:00 AM to 2:00 PM
Friday & Saturday: Off Day
Address
Tazumoddin, Bhola 8350
Opening Hours & Address
Phone:
+8801700-000000
Email:
fazilatunnesagovtgirls@gmail.com